চাঁদপুরের যুবকের সিলেটে অপরাধ-সাম্রাজ্য, ধরলো পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

বাড়ি চাঁদপুর। থাকেন সিলেটে। এখানে করে বেড়াচ্ছেন নানা অপরাধ। পুলিশের তালিকায় কুখ্যাত ছিনতাইকারী ও হত্যা মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত। তাকে খুঁজছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিলেটের শাহপরাণ থানাপুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম  জানান- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামের ইউনুছ মিয়াগাজী বাড়ির মো. আকবর হোসেনের ছেলে মো. রাশেদ আহমদ (৩০) দীর্ঘদিন ধরে মহানগরের শাহজালাল উপশহরে থেকে করে বেড়াচ্ছেন নানা অপরাধ কর্মকাণ্ড। ওই যুবকের বিরুদ্ধে সিলেটে ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে।

শনিবার দিবাগত (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শাহপরাণ থানার একটি টিম শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪নং রোডে মোস্তাফিজুর রহমানের কলোনি থেকে রাশেদকে গ্রেফতার করে। 

পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।