ঘরের বাসিন্দাদের হাত বেঁধে ডা কা তি

  • টাকা ও স্বর্ণালংকার লুট

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :
 

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।

ডাকাতদল ৩ লাখ ৬০ হাজার টাকা এবং অন্তত ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

ঘটনার পরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলকাছ আলীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত  আড়াইটার দিকে ডাকাত দল হানা দেয়। তারা গৃহকর্তার বসতঘরের প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের হাত বেঁধে একঘরে বন্দী করে রাখে। প্রায় ঘণ্টাখানেক বিভিন্ন কক্ষ তছনছ করে ডাকাত দল ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

খবর পেয়ে বালাগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

পরদিন সকাল ১০টার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বালাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ জানান, ঘটনার সংবাদ পেয়েই পুলিশের টহল দল এবং আমি নিজেও ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।