কওমি কণ্ঠ রিপোর্টার :
মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।
আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেছের।
তিনি বলেন, রোববার সোহেল হাসান গালিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। আজ (সোমবার) শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায়। পরে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় এলাকা থেকে সোহেল হাসান গালিবকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সবশেষে সোমবারের শুনানিতে তাকে দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিজ্ঞ আদালত।
আদালত সূত্রে জানা যায়, সোহেল হাসান গালিব তার ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে।
উল্লেখ্য, মহানবিকে নিয়ে দৃষ্টতাকারী সোহেল হাসান গালিবের বিতর্কিত সব বই একুশে মেলায় বিক্রি বন্ধ ও নিষিদ্ধ করতে সিলেটসহ সারা দেশে ধর্মপ্রাণ রাস্তায় নেমে আন্দোলন করেন। গালিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সবচেয়ে প্রতিবাদ হয় সিলেটে। ১২ ফেব্রুয়ারি বেলা ২টায় সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে ‘নির্ভিক কওমিয়ান’র ব্যানারে ‘তাওহিদি জনতাবন্ধন’ কর্মসূচি থেকে সোহেল হাসান গালিবের শাস্তির জোর দাবি জানানো হয়। গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয় সেই ‘তাওহিদি জনতাবন্ধন’ থেকে।