সিলেটে অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা দুজন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের শাহপরাণ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ মহানগরের সোনারপাড়া এলাকা থেকে একজন ও আরেকজনকে কাজিটুলা এলাকা থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- শাহপরাণ থানাধীন শাহজালাল উপশহর এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে ফয়সল আহমদ ও একই থানার পীরেরচক (আটগাঁও) গ্রামের নরু মিয়ার ছেলে মো. সেলিম আহমেদ। 

এর মধ্যে ফয়সল আহমদ ৬ মাসের সাজাপ্রাপ্ত ও সেলিম আহমদ ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এসব তথ্য সোমবার রাতে কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।