কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরেই ওৎ পেতেছিলো চিহ্নিত ২ ছিনতাইকারী। সঙ্গে ছিলো ধারালো অস্ত্রও। তবে এসময় কিছু্ ঘটানোর আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ দুজনকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের পিছনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করেন মেডিকেল পুুলিশ বক্সের সদস্যরা।
সেই চিহ্নিত ২ ছিনতাইকারী হলো- কুমিল্লা জেলার বরুড়া থানার দৌঘই গ্রামের কাজল মিয়ার ছেলে হৃদয় আহমদ (২৬) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভবানীপুর (পুটিজুরী) গ্রামের আশিকুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৫)।
এসব তথ্য মঙ্গলবার দুপুরে কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- পরে এ দুজনকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।