- শাহজালাল ওরসে সব অনৈতিক কাজ বন্ধের দাবি
কওমি কণ্ঠ রিপোর্টার :
অনুষ্ঠিতব্য ওরসে মাজারে সকল ধরনের অসামাজিকতা ও অনৈতিক অপকর্ম বন্ধে নানা কর্মসূচি গ্রহণ করেছে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’। এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয়ে গিয়ে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ বৈঠক করেন। এসময় তারা আসন্ন ওরসে শাহজালাল মাজার প্রাঙ্গণে সকল অশ্লীল, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে ওরসে মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা, গান-বাজনা, মদ-গাজার আসর বন্ধ করা এবং ধর্মপ্রাণ মানুষের সঠিক পন্থায় জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন-সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বৈঠকে কাফেলার নেতারা বলেন- হযরত শাহজালাল রাহ সিলেট এসেছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে। সকল শিরিক-বিদাআত, অশ্লীলতা-অসামাজিকতা-অনৈতিকতা নির্মূল করতে। অথচ এই ওলির মাজার প্রাঙ্গণেই অবাধে চলছে এসব চরম অন্যায় ও বিতর্কিত কাজ। তাই এবারের ওরসে এসব কাজ কিছুতেই হতে দিবেন না সিলেটের ধর্মপ্রাণ মানুষ। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
বৈঠককালে জেলা প্রশাসক শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মুফতি মুহিউদ্দিন ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।
এদিকে, একই লক্ষ্যে গত ২৩ এপ্রিল সিলেট মহানগরের কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়- শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি চালাবে তাওহিদি কাফেলা। কর্মসূচির মধ্যে রয়েছে- ব্যাপক গণসংযোগ, প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়।
কাফেলার নেতৃবৃন্দ বলেন- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মপ্রাণ মুসলমানদের দাবিতে শাহজালাল মাজারে সাপ্তাহিক ওরসের গান-বাজনা ও মাদক আসর বন্ধ হয়েছে। এবারও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ইসলামী শালীনতার পরিবেশে ওরস সম্পন্ন হয়।
তারা আরও বলেন- মাজার কর্তৃপক্ষকে ধর্মপ্রাণ জনতার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরিবিলি জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায়, সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।