সিলেটের ডিসি’র চোখ এবার বাস টার্মিনালে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম একে একে সমস্যাগুলো চিহ্নিত করছেন এবং সমাধানের চেষ্টা করছেন। এশিয়ার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল সিলেটেও হলেও এখানে রয়েছে চরম বিশৃঙ্খল অবস্থা। সেটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনে যান সিলেটের ডিসি।

এসময় টার্মিনাল-সংশ্লিষ্টদের ১ সপ্তাহের সময় বেঁধে দিয়ে বলেন- এর মধ্যে সবকিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। টার্মিনালের পর্যাপ্ত পার্কিং এরিয়া থাকতে সড়কজুড়ে গাড়ি এলোপাতাড়ি করে রাখা হবে কেন? এটি করা যাবে না।

বাস টার্মিনাল পরিদর্শনকালে সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের সংস্কার সম্পর্কে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন- এই মহাসড়কের কাজ জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি- ২/৩ মাসের মধ্যে সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। ইতোমধ্যে ইউটিলিটি যেগুলো ছিলো- যেমন বিদ্যুৎ-গ্যাসলাইন সরিয়ে নেওয়া হয়েছে। ৫/৬ মাসের মধ্যে এই সড়কের কাজ পুরোদমে শুরু হবে বলে আশা করছি।