নামজারিতে জালিয়াতি, বিশ্বনাথে যুবকের কারাদণ্ড

কওম কণ্ঠ রিপোর্টার :

ওয়ারিশান সার্টিফিকেটে এক বোনের তথ্য গোপন করে নামজারী করতে এসে ধরা পরলেন সোহেল আহমদ নামের এক যুবক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেওয়া ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসে। 

দণ্ডপ্রাপ্ত সোহেল আহমদ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

আদালতের নির্দেশে পরে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লৎফুর রহমান।

তিনি বলেন, ওয়ারিশ হিসাবে সেচ্ছায় এক বোনের গোপন করে নিজের নামে নামজারি করার জন্য অসত্য তথ্য প্রদান করলে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেল আহমদকে দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।