সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতির ই ন্তে কা ল

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনতি বিভিন্ন রোগে অসুস্থ হয়ে অ্যাডভোকেট জামিলুল হক জামিল ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন এবং সিলেটে মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাড. আব্দুল মুকিত চৌধুরী অপি।

শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট জামিলুল হক জামিলের মৃত্যুর সময় বয়স হয়েছিলো ৭৫ বছর।

নিহতের পরিবারের বরাতে জানা গেছে- শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমআ শাহজালাল উপশহরের ই-ব্লক জামে মসজিদে জানাযার নামাজ শেষে মানিক পীর টিলায় লাশ দাফন করা হবে।