কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো ও ফুফাতো ভাই।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট মহানগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ইমন দাসদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। এসময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
মোটরসাইকেলটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা পুলিশ এখনো বলতে পারছে না।
তবে প্রত্যক্ষদর্শী সূত্র বলছে- একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়েছে।
পুলিশ বলছে- ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে।