সিলেটে র‍‍্যাবের জালে নারীসহ ৯ জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের এয়ারপোর্ট ও কোম্পানীগঞ্জ থেকে পৃথক অভিযানে ২২৪ বোতল ফেনসিডিলসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- তাদের একটি টিম বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেটের এয়ারপোর্ট এলাকার বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও ৬ জনকে আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍‍্যাবকে জানিয়েছে- সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে তারা সিলেট শহরে আসছিলো। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত। 

আটকরা হলেন- বিজয় হোসেন (৩০), মিজানুর রহমান (৩১), আব্দুর রব (৪৫), মো. পারভেজ আলী (২৫), মো. হুমায়ুন কবির (৪৬), ও মো. আমির হোসেন (৪৩)। 

অপরদিকে, র‍‍্যাব-৯ এর আরেকটি টিম একই রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করে। আটকরা হলেন- মো. রবিউল ইসলাম (৪৩) ও রেবেকা আক্তার লিপি (৩৬)। 

এ দুজনের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে সিলেটের টুকেরবাজারে অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ মো. গোলাপ মিয়া (২৩) নামের একজনকে আটক করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের কোম্পানীগঞ্জ থানাপুলিশের হস্তান্তর করেছে র‍‍্যাব।