সিলেটে আজ ৯ কেন্দ্রে বিসিএস পরীক্ষা, যেসব নিষেধাজ্ঞা

কওমি কণ্ঠ রিপোর্টার :

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (MCQ TYPE) সিলেটের ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা চলকালীন শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২ শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউড স্পিকার কিংবা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব ধরনের কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিন পুলিশ (এসএমপি)। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান- এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিসিএস প্রিলিমিনারি টেস্টের সিলেটের কেন্দ্রগুলো হচ্ছে- চৌহাট্টা এলাকার সরকারি মহিলা কলেজ, মিরের ময়দানের ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ, লামাবাজার এলাকার সরকারি মদন মোহন কলেজ, চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা, জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, কালিঘাট এলাকার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিন্দাবাজার এলাকার দি এইডেড হাই স্কুল।