কওমি কণ্ঠ রিপোর্টার :
দুদিন থেকে সিলেটে তাপপ্রবাহ বইছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই তেতে উঠে সূর্য। আভাস দেয় তীব্র দাবদাহের। বেলা বাড়তেই শুরু হয় সিলেটের বাসিন্দাদের হাঁস-ফাঁস অবস্থা। তবে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ শুরু হয় তুমুল বৃষ্টি।
এরপর থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ঝরছে। তবে বৃষ্টি হলেও রয়েছে ভ্যাপসা গরম।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।