কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জামিল আহমদ নাবিল (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাড়ির কাছে ধানখেতে কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়।
জামিল আহমদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তো। পাশাপাশি পরিবারের লোকজনকে গৃহস্থালি কাজেও সহযোগিতা করতো সে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশেই ধানখেতে কাজ করছিলো নাবিল। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় এবং তার উপরেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই জামিলের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমদ।