কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা ফিরিয়ে প্রাপকের হাতে তুলে দিয়েছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
ঘটনাটি সোমবার (৩ নভেম্বর) সিলেটের মদিনা মার্কেট এলাকায় ঘটেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তার ব্যক্তিগত বিকাশ নাম্বার থেকে ভূলক্রমে অন্যজনের একাউন্টে ৫০ হাজার সেন্ড করে ফেলেন।
বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষনিক ওই নাম্বারে কল দিয়ে ব্যবহারকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন।
জিডি দায়েরের পর বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটে সহায়তায় জন্য প্রেরণ করা হলে তাৎক্ষণিক তথ্য-প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইউনিট ভুক্তভোগীর টাকা ৫০ হাজার টাকা ১ ঘন্টার মধ্যে উদ্ধারপূর্বক প্রাপককে বুঝিয়ে দেয়।