ডোবা থেকে লা শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :


সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারিঘাট বাজারের পাশে দক্ষিণ সারিঘাটে ডোবা থেকে একজন অজ্ঞাত পুরুষের (৩৫) লাশ উদ্ধার   করা হয়েছে।

স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন- লাশ পাওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। তবে তার পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশের সংশ্লিষ্ট টিম।