সড়ক দুর্ঘটনায় আ হ ত তরুণের মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

নিহত তরুণের নাম ইলিয়াস রানা (১৯)। তিনি কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। 

গত ২০ অক্টোবর একটি কাজে মোটরসাইকেলযোগে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে আসলে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ইলিয়াস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ৫ দিন চিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস রানা। 

মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।