অধিকৃত জমি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর 

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত জমি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও এবং হাজরাই মৌজায় অবস্থিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রধান উপস্থিত ছিলেন। 

এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে সিলেট অঞ্চলে চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগ সিলেটের স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি এলএ মামলা নং ০৯/২০১৯-২০ মূলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারী মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading...