২টি মা র্ডা র করে পালিয়েছিলেন, ধরলো র‍‍্যাব

কওমি কণ্ঠ রিপোর্টার :

৯টি মামলার আসামি কালু ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। এর মধ্যে দুটি মার্ডার মামলাও রয়েছে।

মনির হোসেন প্রকাশ কালু (৩২) নামের ওই কুখ্যাত অপরাধী ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার পুনিয়াউট (উত্তরপাড়া) গ্রামের ফজলুল হক ঠাকুরের ছেলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র‍‍্যাব।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- বিভিন্ন মামলায় মনির হোসেন ওরফে কালু কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকার বাসিন্দা সাকিবুল হাসান জয়ের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং এক পর্যায়ে এ দুজন বিয়ে করে ফেলেন। পরে কারাগার বের হয়ে প্রাক্তন স্ত্রীকে হত্যা করেন মনির হোসেন ওরফে কালু।

ঘটনার পর হত্যার শিকার নারীর মা বাদী হয়ে ব্রাহ্মণবড়িায়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে বুধবার কালুকে গ্রেফতার করে র‍‍্যাব-৯ এর একটি টিম।

র‍‍্যাব জানায়, এটি ছাড়াও কালুর বিরুদ্ধে আরেকটি হত্যাসহ ৯টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading...