সিলেটে ধানের শীষের প্রচারণায় বিএনপি নেত্রী সামিয়া চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় দলীয় সহযোদ্ধা-কর্মী-সমর্থকদের নিয়ে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত দিন কাটাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া বেগম চৌধুরী।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬  নভেম্বর) বিকালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষের সমর্থনে এবং দলীয় ৩১ দফার প্রচারে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় জেলা ও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচারপত্র বিলির সময় সামিয়া বেগম চৌধুরী বলেন- বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, এখনো করে যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রণয়ন করেছে। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রকৃত অর্থে সোনার দেশ হিসেবে বিশ্বের বুকে অনন্য হয়ে উঠবে।

বক্তৃতাকালে তিনি আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষে ভোট দিয়ে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দেয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের নেত্রী সায়মা বেগম, রিয়া আক্তার, তাহেরা বেগম, নাসরীন আক্তার, শাম্মী বেগম ও শিল্পী বেগম প্রমুখ।