কওমি কণ্ঠ রিপোর্টার :
জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) যৌথ উদ্যোগে সিলেট মহানগরে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে অবৈধ ব্যাটারির রিকশা। সম্প্রতি কঠোর অভিযান শুরু হলে আন্দোলনের নামে অনেকটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলো এসব রিকশার চালকরা। পেছনে ইন্ধন ছিলো বিভিন্ন ষড়যন্ত্রকারী মহলের। তবে প্রশাসনের শক্ত অবস্থানের কাছে তারা সফল হয়নি।
এবার সিলেটের ব্যাটারির রিকশার শোরুমগুলোতে অভিযান চালানো হবে।
এসএমপি সূত্র জানিয়েছে, যে কোনো সময় পরিচালিত হবে এ অভিযান।
সম্প্রতি এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা) বলেন- ১৬ অক্টোবর থেকে সিলেটে ব্যাটারির রিকশার শোরুমগুলোতে অভিযান শুরু হবে। তবে এখন পর্যন্ত এমন অভিযানে নামতে দেখা যায়নি পুলিশকে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে কওমি কণ্ঠকে বলেন- আমরা পর্যবেক্ষণ এবং তালিকা করছি। যে কোনো সময় অভিযান হতে পারে ব্যাটারির রিকশার শোরুমগুলোতে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    