কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জাফলংয়ে পর্যটকদের নিয়ে আসা একটি মাইক্রোবাসের চালক আকস্মিকভাবে মারা গেছেন। রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওই মাইক্রোবাসে করে আসা পর্যটকরা চালককে সিলেট এম এ জি ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠ নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
ওসি বলেন- এখনো নিহতের নাম-ঠিকানা জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে- স্ট্রোক করে ওই গাড়িচালক মারা গেছেন। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত বলতে পারবো।