সিলেটে দুই যানবাহনের ভাড়া খসড়া করেছে পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেল রিকশার ভাড়ার খসড়া তালিকা করেছে পুলিশ। তবে আরও আলোচনার প্রয়োজন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সেটি চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

এসব তথ্য কওমি কণ্ঠকে শনিবার (২৫ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি আরও জানান- শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)-এর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেল রিকশার ভাড়া নির্ধারণের জন্য সর্বস্তরের শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী- সিএনজিচালিত অটোরিকশাতে তিনজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।  যাত্রীদের নিরাপত্তার জন্য উভয় পাশে গ্রিল লাগাতে হবে। 

এই দুই সিদ্ধান্ত কার্যকরের সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

পুলিশ জানায়- এখনো ভাড়া নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।