- সিলেটের বিয়ানীবাজার উদ্ধার করলো র্যাব-৯
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিয়ানীবাজার থেকে একটি পরিত্যক্ত শর্টগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিয়ানীবাজার উপজেলার বড়গ্রামের আলী হোসেনের পাথর ব্যবসায় ব্যবহৃত পরিত্যক্ত অফিস থেকে শর্টগান উদ্ধার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- শুক্রবার দিবাগত মধ্যরতে বড়গ্রামের হোসেনের ব্যবহৃত একটি অফিস থেকে কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় একটি মরিচাপড়া রূপান্তরিত শর্টগান উদ্ধার করে।
র্যাব জানায়, এটি একটি একনলা এয়ারগান ছিল। পরবর্তীতে বহনে সহজ এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্রটিকে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করা হয়।