বালাগঞ্জে শ্রমিক মজলিসের সমাবেশ অনুষ্ঠিত

খেলাফত মজলিসের সহযোগী সংগঠন শ্রমিক বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

উপজেলা সভাপতি কারী যুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ বেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক- খেলাফত মজলিসের মনোনীত সিলেট-৩ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন। 

সমাবেশ উদ্বোধন করেন সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিলেট মহানগরীর নির্বাহী সদস্য ডাক্তার সিরাজুল ইসলাম খান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি কবি মডিউল ইসলাম মতিন, সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলার প্রচার সম্পাদক মুফতি হুসাইন আহমদ মিসবাহ, উপজেলা সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, সাধারণ সম্পাদক কবি মীম হুসাইন, শ্রমিক মজলিস সিলেট জেলার শ্রম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ রাজু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন- শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতির বিকল্প নেই। এ লক্ষ্য শ্রমিক মজলিস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় চারশতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।