গতকাল ছিলো সিলেটে তাপমাত্রার রেকর্ড

কওমি কণ্ঠ রিপোর্টার :

গতকাল সোমবার সেপ্টেম্বর মাসের প্রথম দিনটিই শুরু হয়েছে তীব্র গরমের মধ্যদিয়ে। রাজধানী ঢাকায় গতকাল তাপমাত্রা উঠেছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল (সোমবার- ১ সেপ্টেম্বর) থেকে সিলেট বিভাগজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাকে তাপপ্রবাহ বলা হয়। গতকাল সিলেটে তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রি, যা সারা দেশের মধ্যে বেশি।

আজ মঙ্গলবার (২ সেপ্টে.) সকাল থেকেও সিলেটে তেতে উঠেছে সূর্য। সকাল ১০টার মধ্যেই তাপমাত্রা উঠে যায় বত্রিশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। এতে প্রায় থমকে যাওয়ার উপক্রম জনজীবন।

তীব্র গরমে বিপাকে পড়েছেন জীবন-জীবিকার তাগিদে বাইরে বেরনো মানুষজন। বিশেষ করে দিনমজুররা কষ্টে আছেন বেশি। গরমে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সড়কে দাঁড়িয়ে থাকা বিক্রেতারে কাছ থেকে শরবত কিনে পান করছেন হাসফাস করা মানুষজন। রিকশা ও ভ্যানচালকরা একটু জিরিয়ে নিচ্ছেন বহুতল ভবন বা কোনো বড় গাছের ছায়াতলে।

তবে এর মাঝেও সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলছে- আজ সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি। আর এ পূর্বাভাস যেন সত্যি হয়, এমনটাই চাইছেন তীব্র গরমে ভোগান্তিতে পড়া সিলেটবাসী।