কওমি কণ্ঠ ডেস্ক :
‘সিলেট ওয়ায়েজীন পরিষদ’র উদ্যোগে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী দুদিনও (১৮ ও ১৯ অক্টোবর)।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ১৮ অক্টোবর সন্ধ্যা পর বক্তৃতা প্রদানের কথা রয়েছে।
মহাসম্মেলনে বিদেশি মেহমান হিসেবে আলোচনা করবেন ভাতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুফতি আল্লামা মুজ্জাম্মিল হক বাদায়োনী ও ভারতের দারুল উলুম যাকারিয়্যাহ দেওবন্দের শাইখুল হাদিস মুফতি হোসাইন আহমদ পালনপুরী।
এছাড়া দেশের বরেণ্য আলেমরা বিষয়ভিত্তিক নসিহত পেশ করবেন।
প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনটি সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এদিকে, মহাসম্মেলনে তিন দিনই মহিলাদের জন্য পর্দাসহকারে আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে।