সিলেট সীমান্তে দিয়ে আসছে অ স্ত্র-বি স্ফো র ক

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অবস্থান নেয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একপর্যায়ে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে  ছনবাড়ী বাজারের নিকটবর্তী বালুর স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চক্ষমতাসম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর ও ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

গত শুক্রবার এমন তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল।

এদিকে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দেওয়া বিদেশী অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেটের সীমান্ত এলাকা থেকে ৫টি এয়ারগান, ২টি বিদেশী রিভলবার, ৬ রাউন্ড গুলি, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ২ টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে গত ৮ এপ্রিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকা থেকে ১ টি এয়ারগান, ২৪ আগস্ট গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থান থেকে ৪ টি এয়ারগান, ২৮ আগস্ট সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়। এবং ৩১ অক্টোবর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকা থেকে ১ টি বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ২ টি ডেটোনেটর উদ্ধার করা হয়। এই সব অস্ত্র ও বিস্ফোরক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি। এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এছাড়া গত ১২ অক্টোবর জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দরবস্ত ভাইটগ্রাম নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান, চারটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

এই পরিস্থিতিতে সিলেট সীমান্ত দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র আসা উদ্বেগজনক মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ গুরুত্ত্বারোপ করার কথাও বলছেন তারা।

(মূল রিপোর্ট : সিলেটটুডে)