- অপহরণকারী গ্রেফতার
কওমি কণ্ঠ রিপোর্টার :
মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত যুবককে সিলেট মহানগরের পূর্ব সুবিদবাজার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামাল আহমেদ (৩৭) মৌলভীবাজার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুলাউড়ার আজিজুল ইসলাম নামে এক যুবক মুদির দোকানে যাওয়ার পথে অপহরণকারীরা তাকে অপহরণ করে। পরে বিকাল ৪টার দিকে একটি মোবাইল ফোন নাম্বার থেকে ভিকটিমের স্ত্রীর মোবাইল নাম্বারে কল করে জহির পরিচয় দিয়ে একজন ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর আজিজুলের স্ত্রী মোছা. সেবিন আক্তার লাভলী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় তদন্ত শুরু করে র্যাব। তথ্যপ্রযুুক্তির সহায়তায় অবশেষে বুধবার রাতে অপহৃত যুবককে উদ্ধার ও কামাল নামের অপহরণকারীকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করে র্যাব।