বরযাত্রীদের রাস্তা আটকানোকে কেন্দ্র করে সিলেটে সংঘর্ষ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ওসমানীনগর উপজেলায় বিয়েতে যাওয়ার পথে বরযাত্রীদের রাস্তা আটকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।

জানা যায়, উপজেলা তাজপুর ইউনিয়নের রুকনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান আহমদ এবং একই গ্রামের লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার মধ্যে শুক্রবার ইনডোরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়।

সেই ঘটনাকে কেন্দ্র করে রোববার হাবিবুর রহমানের ছেলে আলা আমিনের বিয়ের দিন, রাস্তা গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ছিলেন হাবিবুর রহমান, লিটন মিয়া, আশিক মিয়া, শহিদুল হক, লক্ষন মিয়া, আয়না মিয়া, হাবিব মিয়া, আতাউর রহমান, গনি মিয়া, রাশিদ উল্যা এবং আবুল হোসেন।

ওসমানীনগর থানাপুলিশ জানায়- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা করা হবে।