কওমি কণ্ঠ রিপোর্টার :
আগামীকাল বুধবার (১৬ জুলাই) সরকারেরঘোষিত ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবারের কর্মসূচিগুলো হচ্ছে- সকাল ১০টায় ক্যাম্পাসে র্যালি, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা, বাদ জোহর ভার্সিটি মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় মিনি অডিটোরিয়ামে ডকুমেন্টারি প্রদর্শনী।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাবিপ্রবি’র অতিরিক্ত রেজিস্ট্রার।