‘দেশের সব ক্রান্তিলগ্নে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মহিয়সী নারী খালেদা জিয়া’

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সৎকর্মের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের মনে চিরদিন চিরভাস্বর হয়ে থাকবেন। নিয়তির কী খেলা- যে লেডি ফেরাউন গণতন্ত্রের মা খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করতে চেয়েছে, সেই স্বৈরশাসকই এখন দেশবাসীর তাড়া খেয়ে পলাতক। তার ফাঁসির রায়ে দেশের মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করেন। আর দেশের সব ক্রান্তিলগ্নে ঢাল হয়ে দাঁড়ানো মহিয়সী নারী খালেদা জিয়ার জন্য দল-মত নির্বিশেষে দেশের মানুষ কান্না করে সুস্থতার দুআ করে। আমরাও কায়মনোবাক্যে প্রার্থনা করছি- আল্লাহ যেন আমাদের অভিভাবককে সুস্থ করে দীর্ঘ হায়াত দান করেন।

তিনি আরও বলেন- সময় আর বেশি নাই, আমাদের অসুস্থ অভিভাবকের দিকে তাকিয়ে সিলেট-৬ আসনে তাঁর প্রতীক ধানের শীসের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি কথা দিচ্ছি- আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষকে আর পিছন ফিরে তাকাতে হবে না, পরিকল্পিতভাবে হবে দুই উপজেলার কাক্সিক্ষত উন্নয়ন।

পর্তুগাল বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজমল আহমদের উদ্যোগে গোলাপগঞ্জের ভাদেশ্বরে খালেদা জিয়া সুস্থতা কামনায় মিলা ও দুআ মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন। 

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় ভাটিটিকি এলাকার একটি কমিউনিটি সেন্টারে বেলা ২টায় অনুষ্ঠিত এ মিলাদ-দুআ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সাহেদ আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক শরিফ আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা হোসাইন আহমদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আব্দুল হামিদ, শিমুল আহমদ, আহমদ হাম্মাদ, ‎উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক স্বাপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভির জাহান স্বাপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন আহমদ, ইমাদুর রহমান ও ‎তানিম আহমদ প্রমুখ।

মিলাদ ও আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।