ছাতকের আ. লীগ নেতা ও চোরাকারবারি গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতকে অপারেশন ডেভিল হান্টে এক আওয়ামী লীগ নেতা ও নিয়মিত অভিযানে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, থানার টিম বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাতক সদর ইউনিয়নের মধুকুনি (বকিরপাড়) গ্রামের মৃত আহবাব মিয়ার ছেলে আছাদ আহমদ টিটু (৪৭)-কে গ্রেফতার করেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার গভীর রাতে সিলেট মহানগরের দরগাহ মহল্লা এলাকা থেকে ছাতকের চোরাচালান মামলার আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের রশিদ উল্লার ছেলে। 

পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। 

পুলিশ জানায়, গত বছরের ৪ সেপ্টেম্বর ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের শ্যামপাড়া (আকিজ কোম্পানী) সংলগ্ন সুরমা নদীর তীরে স্টিল নৌকা ভর্তি কার্টুন ভর্তি ভারতীয় ঔষধ ও বিস্কুট জব্দ করে য়ৌথবাহিনী। ওই সময়ে জব্দকৃত নৌকা থেকে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার টাকা মুল্যের ভারতীয় ঔষধ, বিস্কুটসহ চোরাই পণ্য আটক করা হয়।

ওই চোরাচালানের মূল হোতা আলী হোসেন বলে পুলিশ জানায়।

দুজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।