গোয়াইনঘাটে ক্লিনিকের পাশে অ স্ত্র-বি স্ফো র ক!

কওমি কণ্ঠ ডেস্ক :

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ক্লিনিকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে র‌্যাব-৯, সিলেট, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তোয়াকুল বাজারস্থ ‘মায়ের হাসি ক্লিনিক’-এর পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল (প্রায় ১ হাজার ২০০ গ্রাম), পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার করা হয় বলে র‌্যাব বলছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে তারা ধারণা করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।