কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনি ও রবিবার (১৩ ও ১৪ ডিসেম্বর) এই দুই দিনে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী তায়েফ আহমদ (৩৬), সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজির আলী (৩৫), মেগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), ২৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং মেন্দিবাগ এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মো. তুহেল আহমেদ (৩৩)।
এসব তথ্য নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।