জমিয়তের মনোনয়ন না পেয়ে এবিতে সেই তালহা!

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশে (এবি পার্টি) যোগ দিয়েছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (মুফতি ওয়াক্কাস গ্রুপ) ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

টিকেট না পেয়েই তিনি ‘অভিমানে’ তিনি জমিয়ত ছেড়েছেন।

এবি পার্টিতে যোগ দেওয়ার বিষয়টি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ তালহা আলম নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেছি। এবি পার্টি গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শরিক দল, যে জোটে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে। আগামী নির্বাচনে গণতান্ত্রিক সংস্কার জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। মনোনয়ন পেলে আমি এ আসনে জয়লাভ করে গণতান্ত্রিক সংস্কার জোটকে উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে মনোনয়ন চেয়ে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-৩ আসনে সভা-সমাবেশ করে আসছিলেন সৈয়দ তালহা আলম। তবে এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। মনোনয়ন বঞ্চিত হয়ে আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগ দিলেন সৈয়দ তালহা আলম।

এদিকে, গত সেপ্টেম্বরে সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজী নগরী হত্যাকাণ্ডে আলোচনায় আসেন সৈয়দ তালহা আলম। দলের এই অংশ অভিযোগ তুলেন- এ হত্যাকাণ্ডে তালহা জড়িত। তবে ঘটনার পর সংবাদ সম্মেলন করে সৈয়দ তালহা আলম নিজেকে নির্দোষ দাবি করেন।