কওমি কণ্ঠ রিপোর্টার, বিয়ানীবাজার (সিলেট) :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ বিয়ানীবাজার আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পরিচালিত অভিযানে উপজেলার বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিতকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি পৌরসভার খাসড়ীপাড়া গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ওই হত্যা মামলায় এজহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।