কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক-পৃথক অভিযানে বিভিন্ন মামলায় একদিনে ১৫ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে সাদা পাথর ও বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জন কে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ থানা পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ছিলেন৷
বালু ও সাদা পাথরে মোবাইল কোর্টে আটককৃত ৮ জন হলেন- মোঃ মানিক মিয়া (৩৫), মোঃ শাহ আলম (২৫), মোঃ রিফাত আহমেদ (১৬), সঞ্জয় সরকার (১৬), হেলাল আহমেদ (২৪), মোঃ হেলাল (৪৮), মোঃ জলিল (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)। আটককৃত সবাই সিলেটের কোম্পানীগঞ্জ থানাধিীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
অপরদিকে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' এর বিশেষ অভিযানে কোম্পানীগঞ্জ থানার মামলায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আতাউর রহমান (৫০)-কে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোর্টে পাঠানো হয়েছে।
পৃথক আরেক অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ ৬ জনকে আটক করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। স্থানীয় টুকের গাও এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ মোঃ মহসিন (৩৮)-কে গ্রেফতার করা হয়।