জমিয়তকে ৪ আসন ছাড় দিলো বিএনপি, সিলেটের একটি

কওমি কণ্ঠ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চারটি আসনে সমঝোতা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

আসনগুলো হলো- সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক, নিলফামারী-১ (ডোমার-ডিমলা) মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) মুফতী মনির হোসাইন কাসেমী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) মাওলানা জুনায়েদ আল-হাবীব।

স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ জানান- বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাচনী সমঝোতা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি আসন দলটির জন্য ছেড়ে দেওয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান- নীলফামারী–১, সিলেট–৫, ব্রাহ্মণবাড়িয়া–২, নারায়ণগঞ্জ–২ সহ চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের প্রতীক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে এ দিন। গত ১২ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।