সিলেট-৩ : খেলাফত মজলিসের মাও. দিলওয়ারের পক্ষে মনোনয়ন সংগ্রহ

কওমি কণ্ঠ ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন-এর পক্ষে দলটির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি এম আহমদ আলী।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন -দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হেলাল আহমদ, মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা দায়িত্বশীল জিল্লুর রহমান, অর্থ-সম্পাদক বেলাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মাওলানা সালিক আহমদ, মুমিনুর রহমান সুমিত, মুসলিম উদ্দীন, শামসুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ ও রুম্মানুল হক রুমেল প্রমুখ।