- বিভিন্ন জিনিস চুরির হিড়িক : ৩৩টি জিডি
কওমি কণ্ঠ রিপোর্টার :
আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত সিলেটের এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী তাফসির মাহফিল শেষে মোবাইলফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এসব চুরির ঘটনায় ১০জন নারী-পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটকদের মধ্যে ৪জন নারীকে স্বর্ণ চুরির মামলায় ও ৬ জন পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাত ৯টায় কওমি কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এ পর্যন্ত সিলেট শাহপরাণ থানায় ৩৩টি জিডি ও ২টি চুরির মামলা দায়ের হয়েছে।