কওমি কণ্ঠ রিপোর্টার :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়াপোর্ট সূত্র কওমি কণ্ঠকে জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে এসে অবতরণ করেছে।
পরে সকাল ১০টা ৫৫ মিনিটে সিলেট থেকে উড়াল দেবে এ ফ্লাইট।
তারেক রহমানের সিলেটে যাত্রাবিরতি উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।