ওসমান হাদীর শাহাদাতে ছাত্র জমিয়তের শোক

কওমি কণ্ঠ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী (৩৩)-এর শাহাদাতে ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় বলেন- ওসমান হাদি'র মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—দেশ ও জাতির জন্য আত্মনিবেদিত এই তরুণের শাহাদাত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কণ্ঠকে আরও বলিষ্ঠ করবে, নির্যাতিত মানুষের মনে সাহস ও প্রত্যয়ের সঞ্চার করবে। আল্লাহ তাআলা তাঁর এই ত্যাগ কবুল করে তাঁকে শহীদদের মর্যাদায় উন্নীত করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবর ও সান্ত্বনা দান করুন- আমিন।

ছাত্র জমিয়ত প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংগঠনটির দাবি- এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খুনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া শহীদের রক্তের হক আদায় হবে না- এই বার্তা আমরা স্পষ্ট ভাষায় উচ্চারণ করছি।