সিলেটের ট্রাভেল এজেন্সি মালিকদের যে শঙ্কা

কওমি কণ্ঠ রিপোর্টার :

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন সিলেটের সম্মিলিত ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী নেতারা। তাদের শঙ্কা- প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। যা খাতটির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে সিলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সিলেটের প্রবীণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ও আটাব সিলেটের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সোমা ইন্টারন্যাশনালের মালিক মোতাহের হোসাইন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন- ধারা ৯ এ পরিবারের বাইরে ব্যবসা হস্তান্তর নিষিদ্ধ। এটি অযৌক্তিক। এক ঠিকানায় রিক্রুটিং এজেন্টের কার্যক্রম সীমিত করা এবং বিনা শুনানিতে লাইসেন্স স্থগিতের বিধান করা হচ্ছে। এতে খাতটিকে কার্যত অচল করে দেওয়া হচ্ছে।

ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী নেতারা বলেন- অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ ধরনের অধ্যাদেশ সাধারণত নেতিবাচক প্রভাব ফেলে, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইন সংশোধনই অধিক গ্রহণযোগ্য। পাঁচ হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে অবিলম্বে প্রস্তাবিত অধ্যাদেশ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।