আবারও চাঁদাবাজি শুরু হয়েছে : ফয়জুল করীম

কওমি কণ্ঠ ডেস্ক :


৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে। আবারও সকল অন্যায়-অপরাধ দেদারসে চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার (৫ জানুয়ারি) কুমিল্লা নগরীর বিশ্বরোড জামেয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে সব ধরনের বৈষম্য দূর করার জন্য। সব ক্ষেত্রে সমতা রক্ষার জন্য। কিন্তু যেই বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য এখনও দূর হয়নি। ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তারা কেউই বৈষম্য দূর করতে পারেননি। ৫ আগস্ট জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। যেটার জন্য আন্দোলন করেছি, সেই বৈষম্য আজও দূর হয়নি। 

তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে গুম-খুন, মামলা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও নির্যাতিত দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।’

হুসাইন আহমাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মীর হুসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মাহদী হাসান।

সম্মেলন শেষে প্রধান অতিথি হুসাইন আহমাদকে সভাপতি এবং মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল রেখে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।