জাফলংয়ে নদীতে তলিয়ে গেলেন পর্যটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে নদীর পানিতে ডুবে এক পর্যটক হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান আবু সুফিয়ান (২৬) নামের এ যুবক।

তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে ও কম্পিউটার মেকানিক। 

সুফিয়ানের বন্ধু রাসেল আহমদ জানান- তারা ৮ জন মিলে জাফলং ভ্রমণে যান। বিকেলে নদীতে গোসলে নামলে হঠাৎ পানির স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান সুফিয়ান। 

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানাপুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। 

তিনি বলেন- কাল (বৃহস্পতিবার) সকালে ফের অনুসন্ধান শুরু করা হবে।