কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) বলেছেন- ‘সিলেটকে লন্ডন বানানোর জন্য যা যা করা দরকার তা করা হবে। আর সেভাবে গড়তে হলে দেশে ইনভেস্ট করতে হবে। আমি আশা করবো- আপনারা তা করবেন। সেজন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ আপনাদের নিরাপত্তা দেওয়াসহ সকল সহযোগিতা করবে।’
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রেমিট্যান্স এদেশের অর্থনীতির লাইন। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না, তারা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে মর্যাদার আসনে নিয়ে গেছেন।