সেদিন এসএ পরিবহনের অফিসে অভিযানে কী মিললো?

কওমি কণ্ঠ রিপোর্টার :

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে সিলেট মহানগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অবৈধ মালামাল জব্দ করে। পরে সেটি তালা মেরে দেওয়া হয় এবং ওই কুরিয়ার অফিসের সব স্টাফকে আটক করা হয়। 

তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

তবে ঘটনার দুদিন পর এ বিষয়ে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবি’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জাননো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।