দায়িত্ব নিলো সিলেট প্রেসক্লাবের নতুন কমিটি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট প্রেসক্লাবের নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক সভায় বিদায়ী নেতৃবৃন্দ নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সিলেট প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় যৌথ সভায় অংশ নেন নব-নির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, বিদায়ী সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নব-নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদায়ী কোষাধ্যক্ষ আনিস রহমান, নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

পরে নব-নির্বাচিত কমিটির সভাপতিসহ অন্যদের কাছে দাপ্তরিক কাগজপত্র ও ফাইল হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট মহানগরের সুবিদবাজার ক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়। এতে ৯২ জন ভোটারের মধ্যে ৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ক্লাবে নতুন সভাপতি নির্বাচিত হন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক হন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি গত কমিটিতেও সাধারণ সম্পাদক ছিলেন। 

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহসভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, সহসাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ (মেহেদী) , ক্রীড়া সম্পাদক ডেইলি স্টারের ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মুহিবুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।