এম এ মালেক ও ফয়সল চৌধুরী ‘বৈধ’

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালেক ও সিলেট-৬ আসনে দলটির সংযুক্ত-২ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র অবশেষে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

আজ রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে শুনানিতে এ ঘোষণা দেনে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র গতকাল শনিবার প্রথম যাচাই-বাছাই হয়। এতে সিলেটের ১৯টি সংসদীয় আসনে ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ৫ জনের সাময়িক স্থগিত এবং বাকি ১০৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

স্থগিত ৫ জনের মধ্যে ছিলেন সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালেক ও সিলেট-৬ আসনে দলটির সংযুক্ত-২ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। 

জানা যায়, এম এ মালেকের দ্বৈত নাগরিকত্ব-বিষয়ক প্রমাণপত্র এবং ফয়সল আহমদ চৌধুরী কর-সংক্রান্ত কাগজ জমা না দেওয়ায় তাদের এসব রবিবার দুপুরের মধ্যে দাখিল করতে বলা হয়।  

পরে আজ দুপুরের মধ্যে এসব প্রমাণপত্র ও কাগজাতি সাবমিট করলে বিকাল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।